Advertisement
০৫ মে ২০২৪
Kunal Ghosh

কুণালের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গের প্রমাণ নেই, সারদার একটি মামলায় অভিযোগ খারিজ আদালতে

সোমবার এমপি-এমএলএ বিশেষ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানিয়ে দেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এই ধারাগুলি সংক্রান্ত কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তবে মামলার বাকি অংশের বিচার চলবে।

সারদার একটি মামলায় অভিযোগ খারিজ কুণাল ঘোষের বিরুদ্ধে।

সারদার একটি মামলায় অভিযোগ খারিজ কুণাল ঘোষের বিরুদ্ধে। —ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৩:২০
Share: Save:

আদালতে স্বস্তি কুণাল ঘোষের। তাঁর বিরুদ্ধে রাজ্য পুলিশের আনা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ খারিজ করে দিল এমপি-এমএলএ বিশেষ আদালত। সারদা-কাণ্ডের সাঁতরাগাছি মামলায় কুণাল ঘোষের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

সোমবার এমপি-এমএলএ বিশেষ আদালতের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য জানিয়ে দেন, কুণাল ঘোষের বিরুদ্ধে এই ধারাগুলি সংক্রান্ত কোনও অপরাধের প্রমাণ মেলেনি। তবে মামলার বাকি অংশের বিচার চলবে।

কলকাতা হাই কোর্টের নির্দেশে আপাতত এই মামলা হাওড়া জেলা মুখ্য বিচারবিভাগীয় বিচারকের এজলাসে চলে যাচ্ছে। সোমবার কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী বলেছেন, ‘‘কুণাল ঘোষের বিরুদ্ধে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল ব্যক্তিগত যা যা অভিযোগ এনেছিল, আদালত তা খারিজ করেছে। মামলার সামগ্রিক বিষয় নিয়ে বিচার চলবে। আপাতত মামলা ফিরে যাচ্ছে হাওড়া আদালতে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kunal Ghosh sarada scam West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE