উত্তর দিনাজপুর, মালদহ-সহ রাজ্যে একের পর এক নাবালিকার উপরে অত্যাচারের ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল ছাত্র পরিষদ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে বৃহস্পতিবার মিছিল করে গিয়ে মৌলালির মোড়ে অবরোধ এবং অবস্থান-বিক্ষোভে বসেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা।
কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ-সভা থেকে। মৌলালির বিক্ষোভ-অবস্থানে বক্তা ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, প্রিয়ঙ্কা চৌধুরী প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)