লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে রবিবার। তার পরেই রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক, ভোটকর্মীদের প্রশিক্ষণের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও)-এর দফতর। ওই দফতরের খবর, সাধারণ ভাবে প্রস্তুতির পর্ব অনেক আগেই শুরু হয়েছে। তবে সেগুলো মূলত ছিল দফতরের অন্দরমহলের ব্যাপার। এ বার চূড়ান্ত পর্যায়ে নিজেদের ঘর ঘোচানোর সঙ্গেই থাকছে বিভিন্ন দলের মুখোমুখি হওয়ার পালা।
এ দিন ভোটের সবিস্তার দিনক্ষণ ঘোষণার পরেই নিয়ম অনুযায়ী দেশ জুড়ে ‘মডেল কোড অব কন্ডাক্ট’ বা আদর্শ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে। এই বিষয়ে আজ, সোমবার বিকেলে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করার কথা মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) এবং তাঁর দফতরের অন্য কর্তাদের। এই ধরনের বৈঠক করতে সব রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশনের খবর।
পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন হবে ১১ এপ্রিল। তার আগে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। এ রাজ্যে সেই প্রশিক্ষণ শুরু হচ্ছে ২৩ মার্চ। ভোটকর্মীদের প্রশিক্ষণের বিষয়ে আজ বিভিন্ন জেলার ভারপ্রাপ্ত ভোটকর্তা ও কর্মীদের সঙ্গে ভিডিয়ো-সম্মেলন রয়েছে সিইও দফতরের।