Advertisement
০৪ মে ২০২৪

‘ব্যক্তিগত জীবনে’ নজর সিআইডির

ভোট-পর্বে নিহত জগন্নাথ টুডুর পাশাপাশি ত্রিলোচন এবং দুলালের পরিবারের সঙ্গে দেখা করতে আগামী ২৮ জুন পুরুলিয়ায় যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৫:১০
Share: Save:

পুরুলিয়ায় নিহত দুই বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতো এবং দুলাল কুমারের ‘ব্যক্তিগত জীবন’ নিয়ে খোঁজ নিচ্ছে সিআইডি।

যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়াকে বিরোধীশূন্য করার ডাক দেওয়ার পরেই এই দুই বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। এই দুই মৃত্যুর জন্য অভিষেককে দায়ী করে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। যার জবাবে বুধবার অভিষেক বলেন, ‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধীশূন্য করার মধ্যে কোনও পাপ নেই। আর আমার বিরুদ্ধে যত খুশি মামলা করুক ওরা। ওদের আমরা গো-হারা হারাব।’’

ভোট-পর্বে নিহত জগন্নাথ টুডুর পাশাপাশি ত্রিলোচন এবং দুলালের পরিবারের সঙ্গে দেখা করতে আগামী ২৮ জুন পুরুলিয়ায় যাওয়ার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

আজ, বৃহস্পতিবার ওই তিন জনের বাড়িতে যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিংহ। আগামী সোমবার ১১ জুন পুরুলিয়ায় যাবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কেন্দ্রীয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর একটি প্রতিনিধি দলও এ রাজ্যে সন্ত্রাস-বিধ্বস্ত এলাকাগুলি ঘুরে দেখতে আসছে বলে জানা গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BJP CID CBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE