Advertisement
২৩ এপ্রিল ২০২৪

জঙ্গি অভিযানের হুঁশিয়ারি সিটুর

রানি রাসমণি অ্যাভিনউয়ে দুপুরে জমায়েত করবে তারা। তার পরে মিছিল যাবে নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রম দফতরের দিকে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০৪:৫১
Share: Save:

শুধু প্রতীকী দাবিপত্র দেওয়া নয়। শ্রমিকদের দাবিদাওয়া জানাতে শ্রম দফতর পর্যন্ত তারা পৌঁছবেই বলে হুঁশিয়ারি দিল সিটু। সমকাজে সমবেতন, ন্যূনতম মজুরি বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং ন্যূনতম পেনশন তিন হাজার টাকা করা, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুযোগ সকলের কাছে পৌঁছে দেওয়া— এই রকমই একগুচ্ছ দাবিতে কাল, বুধবার শ্রম দফতর অভিযানের ডাক দিয়েছে সিপিএমের শ্রমিক সংগঠন। রানি রাসমণি অ্যাভিনউয়ে দুপুরে জমায়েত করবে তারা। তার পরে মিছিল যাবে নিউ সেক্রেটারিয়েট ভবনে শ্রম দফতরের দিকে। সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায় সোমবার হুঁশিয়ারির সুরে বলেছেন, ‘‘অভিযান মানে কিন্তু অভিযান! পুলিশের ভ্যানে চেপে দাবিপত্র দিতে আমরা যাব না। আমরা ১৪৪ ধারা ভাঙতে চাই না। তবে প্রশাসন কী মনোভাব নেবে, তার উপরেই আমাদের কর্মসূচিও নির্ভর করবে।’’ এর আগে ১৪৪ ধারা না ভেঙেই ময়দানের মধ্যে দিয়ে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে এসএফআইয়ের একটি মিছিল নিউ সেক্রেটারিয়েটের দিকে যেতে দিয়েছিল পুলিশ। সে কথা মনে করিয়ে দিয়েই সুভাষবাবু এবং সিটুর রাজ্য সম্পাদক অনাদি সাহু এ দিন বলেছেন, জোর করলে শ্রমিকেরাও প্রতিবাদ করবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Militant Campaign CITU
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE