কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের দিন বোমার আঘাতে নিহত মোলান্দি গ্রামের তামান্না খাতুনের পরিবারের সঙ্গে শুক্রবার দেখা করলেন সিপিএমের শ্রমিক সংগঠন সিটু-র নেতৃত্ব। সিটু-র রাজ্য সম্পাদক জিয়াউল আলম, রাজ্য সভাপতি অনাদি সাহু, সংগঠনের নেতা অলকেশ দাস, গার্গী চট্টোপাধ্যায়, তীর্থঙ্কর রায়েরা এ দিন তামান্নার বাড়ি গিয়ে তার বাবা-মা ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছেন। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা। সেই সঙ্গে, এই খুনের মামলায় এখনও সব অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি কেন, সেই প্রশ্নে সরব হয়েছেন শ্রমিক নেতৃত্ব। প্রসঙ্গত, এর আগে এই বিষয়টিকে সামনে রেখেই কৃষ্ণনগর পুলিশ জেলার সুপারের দফতর অভিযান করেছিলেন সিপিএমের ছাত্র-যুবরাও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)