ফের বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ চিহ্নিত করা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার বলেছেন, ‘‘এ বার রাজস্থানে এই ঘটনা ঘটেছে। এ রাজ্যের ৩০০ মানুষকে বাংলাদশি চিহ্নিত করে একটি জায়গায় আটকে রাখা হয়েছে। এটা চলতে পারে না!’’ এই ঘটনার জন্য বিজেপি-শাসিত রাজস্থান সরকারকে দায়ী করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘বাংলায় কথা বলা কি অপরাধ?’’
এ রাজ্যেও বিভিন্ন রাজ্য থেকে যে শ্রমিক আসেন, সে কথা মনে করিয়ে তিনি বলেন, ‘‘আমরা কিন্তু এই রকম ব্যবহার করি না। নাগরিক হিসেবে সব প্রমাণপত্র থাকা সত্ত্বেও এ রাজ্য থেকে কাজে যাওয়া মানুষকে হেনস্থা করা হচ্ছে।’’ মুখ্যমন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী এই বিষয়টি জানেন কি না, জানি না। কিন্তু তাঁর দলের সরকার এই কাজ করছে।’’ সরকারি সূত্রে খবর, আটকে থাকা এ রাজ্যের সকলকে ফেরাতে প্রশাসনের তরফে দ্বিপাক্ষিক তৎপরতা শুরু হয়েছে।
বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সচেতক শঙ্কর ঘোষ অবশ্য পাল্টা বলেন, ‘‘বাঙালিদের এই বিড়ম্বনার দায় তৃণমূলের। রাজ্যে তৃণমূল সরকার যে ভাবে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়েছে এবং ভুয়ো নথি তৈরি নিয়ে শাসক দলের জনপ্রতিনিধিরা যে ভাবে ব্যবসা ফেঁদে বসেছেন, তাতে বাঙালিকে রাজ্যের বাইরে গিয়ে বিপদে পড়তে হচ্ছে। তৃণমূল ভোট-ব্যাঙ্কের স্বার্থে বাঙালিকে বিপদে ফেলছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)