Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সেতু নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার বারাসতে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহ দ্রুত সেতুর উদ্বোধনের কথা তোলেন। মমতা বলেন, ‘‘জমি জট মিটলেই সেতুর কাজ হয়ে যাবে।’’ বিষয়টি দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন জেলাশাসককে। 

আদর: বারাসতে যাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সুদীপ ঘোষ

আদর: বারাসতে যাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সুদীপ ঘোষ

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৮ ০২:০৮
Share: Save:

ইছামতী নদীর উপরে সেতুর দু’মাথা জোড়া লেগেছে। এক পাড়ের অনেকটা রাস্তাও তৈরি। তা সত্ত্বেও জমি জটের কারণে থমকে গিয়েছে বাদুড়িয়া সেতু।

মঙ্গলবার বারাসতে প্রশাসনিক বৈঠকে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বাদুড়িয়ার পুরপ্রধান তুষার সিংহ দ্রুত সেতুর উদ্বোধনের কথা তোলেন। মমতা বলেন, ‘‘জমি জট মিটলেই সেতুর কাজ হয়ে যাবে।’’ বিষয়টি দেখে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন জেলাশাসককে।

মুখ্যমন্ত্রীর এই কথায় খুশি বাদুড়িয়ার মানুষ। তাঁরা জানেন, সেতুর কাজ শেষ হলে এক পাড়ের মানুষকে আর ঘুরপথে ২০ কিলোমিটার উজিয়ে পুরসভায় আসতে হবে না। স্কুলে পৌঁছতে ঝুঁকি নিতে হবে না পড়ুয়াদের। কৃষিপ্রধান বাদুড়িয়ার ফসল নৌকোয় নদী পার করে শহরের বাজারে পৌঁছতে দেরি হয়। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েন চাষিরা। সেই সমস্যাও মিটবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যে নতুন আশা দেখছে বাদুড়িয়া।

২০১০ সালে বাদুড়িয়ার লক্ষ্মীনাথপুর গ্রামে ইছামতীর উপরে সেতুর শিলান্যাস হয়েছিল। সেতুর কাজ শুরু হয় ২০১২ সালের জানুয়ারি মাসে। ২০১৭ সালের জুলাই মাসে ৪১০ মিটার লম্বা এবং ফুটপাত-সহ ১১ মিটার চওড়া সেতু জোড়া লাগে। বাদুড়িয়া পুরসভার অন্য পাড়ে লক্ষ্মীনাথপুর থেকে কাটিয়াহাট পর্যন্ত ৬ কিলোমিটার ডবল লেনের ঝাঁ চকচকে রাস্তা তৈরি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE