রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে মঙ্গলবার ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্দিকুল্লা জানিয়েছেন, প্রায় পাঁচ মিনিট কথা হয়েছে তাঁদের। তাঁর উপর হামলার ঘটনায় শাস্তির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। নিজের বিধানসভা কেন্দ্রে গিয়ে হামলার মুখে পড়েছিলেন গ্রন্থাগারমন্ত্রী। এই ঘটনায় এর আগে মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশ করেন বলে জানিয়েছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম।
মঙ্গলবার সিদ্দিকুল্লাকে ফোন করেন মুখ্যমন্ত্রী। সিদ্দিকুল্লা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে সব জানিয়েছি। তিনি বিচারের আশ্বাস দিয়েছেন। আশা করছি, সুবিচার করবেন।’’ তিনি এ-ও জানিয়েছেন যে, ঘটনায় সাত জনের গ্রেফতারির কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘‘পুলিশ জানে কারা অপরাধী। আমি নাম দিয়েছি। মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও জায়গায় এমন ঘটনা ঘটলে কঠোর পদক্ষেপ করবেন তিনি।’’
আরও পড়ুন:
হামলার ঘটনায় দলের একাংশের বিরুদ্ধেই আঙুল তুলেছিলেন সিদ্দিকুল্লা। শুধু তা-ই নয়, পুলিশের বিরুদ্ধেও নীরব দর্শকের ভূমিকা পালন করার অভিযোগ তুলেছিলেন তিনি। এই ঘটনায় ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মন্ত্রী জানিয়েছিলেন, দল এবং প্রশাসন হামলাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন তিনি। তার পরেই তাঁকে ফোন করেন ফিরহাদ। তিনি জানান, এই ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে। এ বার তাঁকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। তার পরেই সিদ্দিকুল্লা জানান, তাঁকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘‘সরকারি আমলারাও নড়েচড়ে বসেছেন।’’