Advertisement
E-Paper

‘কোর্টের কেসের ব্যাপারে আমি কিছু বলি না’, ডিএ মামলায় সুপ্রিম নির্দেশে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতার

রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারকে সময় দেওয়া হয়েছে ৪২ দিন।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০২৫ ১৩:৪৬
ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এই প্রথম বার প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, এই বিষয়ে যা করার, আইনি ভাবে করবেন। বিচারাধীন বিষয় নিয়ে বাইরে মুখ খুলবেন না।

সোমবার তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে মমতাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তাঁর সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ‘‘কোর্টের কেসে (বিচারাধীন বিষয়ে) আমি কিছু বলি না। যা করি, আইনত করি।’’

গত শুক্রবার রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতার (ডিএ) ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সংশ্লিষ্ট মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলেছে। আগামী ৪ অগস্ট শীর্ষ আদালতে আবার এই মামলার শুনানি হওয়ার কথা।

বস্তুত, কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে হাই কোর্ট কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে। কিন্তু হাই কোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার।

২০২২ সালের ২৮ নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথম বার সুপ্রিম কোর্টে উঠেছিল। ২০২৪ সালের ১ ডিসেম্বরের পর থেকে বার বার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে। অবশেষে গত শুক্রবার আদালত জানায়, হাই কোর্টের পর্যবেক্ষণে কোনও ভুল নেই। রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মহার্ঘভাতা রয়েছে, তার মধ্যে আপাতত ২৫ শতাংশ দিয়ে দিতে হবে। এর মধ্যে প্রশ্ন উঠেছে, তৃণমূল সরকার আদালতের নির্দেশ মেনে নেবে, না কি অন্য বেঞ্চে মামলা করবে? তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রীই নেবেন। এবং যা বলার তিনি-ই বলবেন। যদিও প্রথম বার এ নিয়ে প্রতিক্রিয়ায় সরকারের পদক্ষেপের বিষয়ে বিশেষ কিছু ব্যক্ত করলেন না মমতা।

অন্য দিকে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনর ভাস্কর ঘোষ বলেন, ‘‘ডিএ মামলার বিষয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিতেও থতমত খাচ্ছেন উনি। কারণ, ওঁর আইনজীবীরাও ভাবতে পারেননি যে এমন একটি নির্দেশ আসতে পারে। ওই ধাক্কা রাজ্য সরকার এখনও কাটিয়ে উঠতে পারেনি। আর উনি যখন বলছেন, যা কিছু করেন আইন অনুযায়ী করেন, তা হলে সুপ্রিম কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করুন। বকেয়া ২৫ শতাংশ ডিএ দিন।’’

CM Mamata Banerjee DA Case Mamata Banerjee
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy