পরিকল্পনা মতো আগামী সপ্তাহ থেকে ফের জেলা সফর শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় উত্তরবঙ্গ এবং দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের ক’টি জেলায় যাবেন তিনি। নবান্নের খবর, আগামী তিন মাস ধরে রাজ্যের সব জেলা পরিদর্শনে যাওয়ার পরিকল্পনা রয়েছে মমতার। প্রশাসনের একাংশের মতে, এ বারের জেলা সফর দিয়ে পঞ্চায়েত ভোটের জল মাপতে শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী।
কাল, সোমবার জলপাইগুড়ি দিয়ে জেলা সফর শুরু হচ্ছে। ওই দিন উত্তরবঙ্গের আদিবাসী উন্নয়ন পর্ষদের সঙ্গে মমতার বৈঠক। মঙ্গলবার জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠক সেরে তিনি যাবেন শিলিগুড়ি। নবান্নের এক কর্তা জানিয়েছেন, বুধবার, দার্জিলিং ও কালিম্পং জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। পিন্টেল ভিলেজে ওই বৈঠক হওয়ার কথা। ৩০ মার্চ মিরিক মহকুমার উদ্বোধন করে ৩১ মার্চ তিনি কলকাতায় ফিরবেন।
সব ঠিক থাকলে ৩ এপ্রিল থেকে মুখ্যমন্ত্রীর দক্ষিণবঙ্গ সফর শুরু হবে। সে দিন তিনি যাবেন খড়্গপুর। ৪ এপ্রিল থাকবেন ঝাড়গ্রাম। ৫ এপ্রিল যাবেন পুরুলিয়া, ৬ এপ্রিল বাঁকুড়া, ৭ এপ্রিল আসানসোল। ওই দিন রাতে তাঁর কলকাতা ফিরে আসার কথা। এই সফরে একাধিক প্রশাসনিক বৈঠক ও সভা করার পাশাপাশি তিনি ঝাড়গ্রাম জেলা এবং আসানসোল-দুর্গাপুরকে নিয়ে তৈরি নতুন পশ্চিম বর্ধমান জেলা ঘোষণা করবেন।
প্রশাসনের একাংশের বক্তব্য, আগামী বছর পঞ্চায়েত ভোট। এই সফর থেকে কার্যত তারই প্রস্তুতি শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সরকারি কাজের অগ্রগতির খতিয়ান নেওয়ার পাশাপাশি, কোথায় কী ঘাটতি রয়েছে, তা দ্রুত পূরণ করার নির্দেশ দেবেন তিনি। সেই সঙ্গে কোন জেলার রাজনৈতিক পরিস্থিতি কেমন — নিজে ঘুরে তা বুঝে নিতে চাইছেন মমতা।