Advertisement
১৮ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ইডি ও শান্তনু সমাচার। ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন। রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি। বিধানসভায় বাজেট অধিবেশন।

Santanu Bhattacharya.

শান্তনু বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ০৭:২২
Share: Save:

ইডি ও শান্তনু সমাচার

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁকে টানা জেরা করার পর গ্রেফতার করা হয়। আজ, শনিবার শান্তনুকে আদালতে হাজির করানো হবে। নজর থাকবে আদালতের পরবর্তী নির্দেশের দিকে।

ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিন

আজ ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টের তৃতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতি

অ্যাডিনোভাইরাসের সংক্রমণে রাজ্যের বিভিন্ন হাসপাতালে একের পর এক শিশুমৃত্যুর ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। অ্যাডিনোভাইরাস প্রতিরোধে রাজ্য সরকার নির্দেশিকা প্রকাশ করেছে। অন্য দিকে, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই অবস্থায় আজ রাজ্যে অ্যাডিনোভাইরাস সংক্রমণের পরিস্থিতির দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বিধানসভায় বাজেট অধিবেশন

আজ বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের চতুর্থ দিন। বিভিন্ন দফতরের বাজেট নিয়ে আলোচনা চলছে। নজর থাকবে সে দিকে।

রাজ্যে ঝড়বৃষ্টি হল কি না এবং পূর্বাভাস কী?

গরম পড়তে না পড়তেই বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায়। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

মহিলাদের আইপিএল: গুজরাত-দিল্লি

মহিলাদের আইপিএল-এ আজ গুজরাত বনাম দিল্লির খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE