Advertisement
০২ মে ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৬

ইডি দফতরে যাওয়ার কথা অভিষেক-পত্নী রুজিরার। বিশ্বকাপে ভারত-আফগানিস্তান। ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতির দ্বিতীয় দিন। আদালতে পার্থ-কল্যাণময়দের হাজিরা। কুন্তলের জামিনের শুনানি।

rohit sharma

রোহিত শর্মা। ছবি: পিটিআই।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৩ ০৭:০১
Share: Save:

ইডি দফতরে যাওয়ার কথা অভিষেক-পত্নী রুজিরার

আজ ইডির কাছে নথিপত্র জমা দেওয়ার দিন ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সশরীরে অভিষেকে সিজিও কমপ্লেক্সে না-গেলেও রাতের দিকে নথি পাঠিয়ে দিয়েছেন। বুধে ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা অভিষেক-পত্নী রুজিরা নারুলার। সেই খবরে আজ নজর থাকবে।

বিশ্বকাপে ভারত-আফগানিস্তান

বিশ্বকাপে আজ আবার নামছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পরে রোহিত শর্মার দলের সামনে এ বার আফগানিস্তান। রশিদ খান, মহম্মদ নবিদের নিয়ে আফগান বোলিং আক্রমণ যথেষ্ট ভাল। বিরাট কোহলি, কেএল রাহুলরা কি দলকে জেতাতে পারবেন? দিল্লিতে এই ম্যাচ শুরু দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

ইজ়রায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

প্যালেস্তাইনের সশস্ত্র হামাসকে ‘উচিত শিক্ষা’ দিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইজ়রায়েল। শনিবার হামাসের আচমকা হামলার পর একে সরাসরি যুদ্ধ বলে ঘোষণা করেছিলেন নেতানিয়াহু। যার জেরে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দু’দেশ। হামাসের ইজ়রায়েলে হামলার পর থেকে গাজ়ায় ঘরছাড়া এক লক্ষ ৮৭ হাজার ৫০০ জন। মঙ্গলবার জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এই পরিস্থিতিতে ঘটনাপ্রবাহ কোন দিকে এগোয় সে দিকে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বকেয়া ডিএ-র দাবিতে কর্মবিরতির দ্বিতীয় দিন

আজ সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা কর্মবিরতির দ্বিতীয় দিন। মঙ্গলবার ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ কর্মবিরতি পালন করেছে। তাদের দাবি, কর্মবিরতি প্রথম দিনেই ভাল সারা ফেলেছে। যদিও তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশন দাবি করেছে, কর্মবিরতি উপেক্ষা করে সরকারি কর্মচারীরা নিজ নিজ অফিসে সক্রিয় ছিলেন। বুধবার কী ছবি তৈরি হয় সে দিকে নজর থাকবে।

আদালতে পার্থ-কল্যাণময়দের হাজিরা

আজ নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানি রয়েছে। এই দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিন্‌হা, দের কে বুধবার আদালতে হাজির করানো হবে। পার্থ ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন কল্যাণময়।

কুন্তলের জামিনের শুনানি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ধৃত কুন্তল ঘোষের জামিনের শুনানি রয়েছে আজ নিম্ন আদালতে। তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তলের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। সেই আবেদনই শুনবেন বিচারক। আজ নজর থাকবে এই খবরের দিকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE