Advertisement
০২ জুন ২০২৪
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৩

দুর্গাপুজোর নবমী। বিশ্বকাপে পাকিস্তান বনাম আফগানিস্তান। ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি।

An image of Durga Puja Pandal

নবমী মানে পুজোর শেষবেলা। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ ০৭:০৬
Share: Save:

দুর্গাপুজোর নবমী

নবমী মানে পুজোর শেষবেলা। সেই শেষবেলায় সোমবার কলকাতায় জনস্রোত বইবে তা বলাইবাহুল্য। রাস্তাঘাটের অবস্থা কী হয় সে দিকে নজর থাকবে। সেইসঙ্গে নজর থাকবে আবহাওয়ার খবরে। ইতিমধ্যেই আলিপুর হওয়া অফিস নবমী ও দশমীতে রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস শুনিয়ে রেখেছে।

বিশ্বকাপে পাকিস্তান বনাম আফগানিস্তান

আজ বিশ্বকাপে একটিই ম্যাচ। পাকিস্তান খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। পর পর দু’টি ম্যাচে হেরে যাওয়া বাবর আজমের দলকে এই ম্যাচে ঘুরে দাঁড়াতেই হবে। না হলে বিশ্বকাপে টিকে থাকার লড়াই আরও কঠিন হবে পাকিস্তানের। আফগানিস্তান একটিই মাত্র ম্যাচ জিতেছে। চেন্নাইয়ে এই ম্যাচ দুপুর ২টো থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টসে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি

ইজ়রায়েলের দাবি, তাদের হামলায় প্রাণ গিয়েছে হামাসের উপপ্রধানের। হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইজ়রায়েলি হামলায় গাজ়ায় প্রাণ হারিয়েছেন ৪,৬৫১ জন। তাদের মধ্য ১,৮৭৩টি শিশু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE