—প্রতীকী চিত্র।
কামারহাটিতে কর্মরত অবস্থায় এক নির্মাণ-কর্মীর মৃত্যুতে সরব হল এসইউসি-র শ্রমিক সংগঠন এআইইউটিইউসি। কামারহাটি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে একটি নির্মীয়মাণ আবাসনে কাজ করার সময়ে তিন তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
ঘটনায় মৃত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের দাবি, ‘‘উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া কাজ করানোর জন্য প্রোমোটারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। মৃত শ্রমিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সুরক্ষা ব্যবস্থা ছাড়া কোনও নির্মাণ শ্রমিককে কাজ করানো চলবে না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy