পটনায় নরেন্দ্র মোদীর ‘সঙ্কল্প সমাবেশে’ যাঁরা যাবেন না, তাঁরা ‘দেশদ্রোহী’— এমনই মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গিরিরাজ সিংহ। সেই একই দিনে বাংলা জুড়ে বিজেপির ‘সঙ্কল্প যাত্রা’ও (বাইক মিছিল) ছিল। যে কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেধেছিল নানা জেলায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওই মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে লালবাজারে যুগ্ম কমিশনারের (অপরাধ) কাছে অভিযোগ জানাল ফরওয়ার্ড ব্লকের যুব লিগ। তাদের দাবি, গিরিরাজ রাজ্যে এলে তাঁকে গ্রেফতার করতে হবে। যুব লিগের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘মন্ত্রীর মন্তব্য আমাদের ভাবাবেগের উপরে আঘাত। আমাদের দাবি, অবিলম্বে সঠিক তদন্ত করে গিরিরাজ সিংহকে গ্রেফতার করতে হবে।’’