জাল পাসপোর্টের কারবার সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজ্যে। পাসপোর্ট দুর্নীতি এবং জাল পাসপোর্ট চক্র রোখার দাবিতে কলকাতায় আঞ্চলিক পাসপোর্ট দফতরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা কংগ্রেসের ডাকে শুক্রবার ওই বিক্ষোভ কর্মসূচি থেকে পাসপোর্ট দফতরের গাফিলতির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
পাসপোর্ট দফতরে বিক্ষোভ দেখাল কংগ্রেস। —নিজস্ব চিত্র।
আনন্দপুরে বিক্ষোভে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, এআইসিসি-র সম্পাদক ও রাজ্যের সহ-পর্যবেক্ষক আসফ আলি খান, দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা কংগ্রেসের সভাপতি প্রদীপ প্রসাদ ও মনোরঞ্জন হালদার, আশুতোষ চট্টোপাধ্যায়, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস-সহ দলের নেতারা। বিক্ষোভের পরে পাসপোর্ট দফতরে দাবিপত্রও দিয়েছেন তাঁরা। প্রদেশ সভাপতি শুভঙ্করের দাবি, ‘‘পাসপোর্ট দুর্নীতির জন্য কেন্দ্র ও রাজ্য, উভয় সরকারই দায়ী। তারা নিজেদের দায়িত্ব পালন করছে না।’’ কেন্দ্রের শাসক দল বিজেপির অবশ্য বক্তব্য, জাল পাসপোর্টের জন্য চক্র কাজ করে। পাসপোর্টের জন্য আবেদনকারীর পরিচয় যাচাই করার দায়িত্বও পুলিশের নির্দিষ্ট শাখার। তাই বিক্ষোভ করলে আগে এই দুষ্কৃতী-চক্র ঠেকাতে ‘ব্যর্থতা’র জন্য পুলিশের বিরুদ্ধে তা হওয়া উচিত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)