সংবিধান রক্ষার শপথ নিয়ে ‘সংবিধান সম্মান সম্মেলন’ করল প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ। মৌলালি যুব কেন্দ্রে বুধবারের ওই সম্মেলনে প্রস্তাব নেওয়া হয়েছে, জেলায় জেলায় এই ধরনের সভা করে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে সাংবিধানিক কাঠামো ধ্বংস করার প্রক্রিয়ার বিরুদ্ধে জনমত গঠন করা হবে। সংবিধানে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি নিয়ে আসার প্রসঙ্গে বিজেপির সমালোচনার উত্তরে সম্মেলনে বক্তারা বলেছেন, দেশের ধর্মনিরপেক্ষতা শত শত বছরের পুরনো। তাই দেশটা এখনও পাকিস্তান হয়ে যায়নি! সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, প্রদেশ সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান শামিম আখতার প্রমুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)