মন্দির-মসজিদ গড়া নয়, বরং সরকারের কাজ শিল্পায়নে উদ্যোগী হওয়া, এই বার্তাকে সামনে রেখে বুধবার পথে নামল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দিন দিঘায় জগন্নাথধামের দ্বারোদ্ঘাটন করলেন, সে দিন শিল্পায়নের দাবিতে ‘কমর্ই ধর্ম’ স্লোগান দিয়ে প্রদেশ কংগ্রেসের ডাকে মধ্য কলকাতায় মিছিল এবং পরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানালেন দলের নেতা-কর্মীরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, প্রদীপ ভট্টাচার্য, সুমন পাল প্রমুখ। তাঁদের অভিযোগ, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, দু’পক্ষই ‘মন্দির রাজনীতি’তে ব্যস্ত। শুভঙ্করের দাবি, “কংগ্রেস আমলে তৈরি কারখানাগুলি থেকে বাম আমলে চিমনিতে ধোঁয়া বেরোনো বন্ধ হয়েছিল। তৃণমূল আমলে কারখানাগুলিই উঠে গেল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে। অক্ষয় তৃতীয়ার দিন বাংলায় শিল্পায়নের জন্য বাংলায় নব-বিধান চাই। বিধানচন্দ্রের জন্য কল্যাণী, দুর্গাপুর, বাংলায় শিল্পায়ন ঘটেছিল।” এর আগে পয়লা বৈশাখের দিনেও ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী’ বার্তাকে সামনে রেখে শিল্পায়নের ডাক দিয়েছিল কংগ্রেস।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)