কলকাতা পুরসভার ভোটে জালিয়াতির প্রতিবাদে এবং অন্যত্র আসন্ন পুরভোটে প্রতিরোধের ডাক দিয়ে দলের প্রতিষ্ঠা দিবসে পথে নামল কংগ্রেস। মধ্য কলকাতায় হেয়ার স্ট্রিট থানার সামনে প্রতিবাদী জমায়েত করেই সংবর্ধনা দেওয়া হল দলের দুই জয়ী কাউন্সিলর সন্তোষ পাঠক ও ওয়াসিম আনসারিকে। আবার মেয়রের শপথ অনুষ্ঠানের দিনই ‘ছাপ্পা ভোটের’ প্রতিবাদ জানিয়ে ভবানীপুর থেকে মিছিল করে বিড়লা তারামণ্ডলের সামনে বিক্ষোভ-অবস্থান করল দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।
বিবাদী বাগ এলাকার ৪৫ নম্বর ওয়ার্ডে পুরভোটের দিন শাসক দলের বাহিনী ও পুলিশের বিরুদ্ধে গা-জোয়ারি এবং জালিয়াতির অভিযোগে সরব কংগ্রেস। পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই মঙ্গলবার হেয়ার স্ট্রিট থানার সামনে ম্যাটাডোর-মঞ্চে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে ছিলেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান, অমিতাভ চক্রবর্তী, তাপস মজুমদারেরা। সেখানেই সংবর্ধনা দেওয়া হয় ৪৫ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর সন্তোষকে। গার্ডেনরিচের ১৩৭ নম্বর ওয়ার্ড থেকে জয়ী ওয়াসিম অবশ্য আগেই ওই সভা ঘুরে চলে যান পুরসভায়। প্রদীপবাবু প্রতিবাদ-সভায় বলেন, ‘‘শাসক দলের বাহিনী, পুলিশ কলকাতার পুরভোটকে প্রহসনে পরিণত করেছিল। তার মধ্যেও সন্তোষ, অমিতাভেরা রুখে দাঁড়িয়ে লড়াই করেছেন বলেই কংগ্রেস জিতেছে। আমরা সরকারে নেই। বোঝা যাচ্ছে, পুরসভার ভোট এ ভাবেই হবে। মানুষকে সঙ্গে নিয়ে প্রতিরোধই একমাত্র রাস্তা।’’ মান্নান বলেন, ‘‘তৃণমূল আর বিজেপির গড়াপেটা আছে। তারা চেষ্টা করলেও কংগ্রেসকে মুছে দেওয়া যাবে না!’’ সন্তোষের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের ইচ্ছায় তাঁকে হারানোর সব রকম চেষ্টা হয়েছিল। তবে ফিরহাদ হাকিমকে শুভেচ্ছা জানিয়ে এসে তিনি বলেছেন, মেয়রের বিরুদ্ধে তাঁদের অভিযোগ নেই। অমিতাভবাবু জানিয়েছেন, ভোটের দিনের ঘটনার অভিযোগ পুলিশ নিতে না চাওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হবেন।
পুরসভার নির্বাচনে ভোট লুঠের প্রতিবাদে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের বিক্ষোভ মিছিল। নিজস্ব চিত্র।
দক্ষিণ কলকাতার বিক্ষোভ মিছিলে ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, জেলা সভাপতি প্রদীপ প্রসাদ ও এলাকার কিছু দলীয় প্রার্থী এবং কর্মী-সমর্থকেরা। প্রদীপের দাবি, ‘‘পুরভোটে কী হয়েছে, সকলেই দেখেছেন। মানুষের রায় প্রতিফলিত হয়নি। আমাদের প্রতিবাদ তার বিরুদ্ধেই।’’ কলকাতার ৪৫ নম্বর ওয়ার্ডের উদাহরণ দিয়ে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও এ দিন বলেছেন, ‘‘পুরসভার নির্বাচনে ধাপ্পাবাজি হয়েছে। পুলিশ তাকে প্রশ্রয় দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ছাপ্পায় বিশ্বশ্রী পেতে পারেন! মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে রাজ্য নির্বাচন কমিশনের সামনে আমরা কাল (বুধবার) থেকে বিক্ষোভ দেখাব।’’ মেয়র হিসেবে ফের শপথ নিয়ে তৃণমূলের ফিরহাদ অবশ্য বলেছেন, ‘‘এ সব নিয়ে আমরা ভাবছি না। আমাদের কাছে মানুষের প্রত্যাশা বেড়ে গিয়েছে। আমরাসেই দায়িত্ব পালনে নজর দিচ্ছি।’’