Advertisement
০২ জুন ২০২৪

তিন নতুন মুখ এনেই ময়দানে বাম-কংগ্রেস

নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী হচ্ছেন সিপিএমের গোলাম রাব্বি। তরুণ এই আইনজীবীর এটাই প্রথম বিধানসভা ভোটে লড়াই। প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে ধীতশ্রী রায় এবং খড়গপুর সদরে চিত্তরঞ্জন মণ্ডলের নাম সুপারিশ করে এআইসিসি-র কাছে পাঠিয়েছে।

কংগ্রেসর চিত্তরঞ্জন মণ্ডল, ধীতশ্রী রায় ও সিপিএমের গোলাম রাব্বি।—ফাইল চিত্র।

কংগ্রেসর চিত্তরঞ্জন মণ্ডল, ধীতশ্রী রায় ও সিপিএমের গোলাম রাব্বি।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ০২:১১
Share: Save:

আনকোরা মুখ সামনে রেখেই বিধানসভা উপনির্বাচনের ময়দানে নামছে কংগ্রেস ও বামফ্রন্ট। রাজ্যের তিন জেলায় তিন আসনে বোঝাপড়া করে দু’পক্ষ যে প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তাঁরা সকলেই নতুন মুখ। কয়েক মাস আগের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ওই তিন কেন্দ্রেই পিছিয়ে আছে বাম ও কংগ্রেস। কালিয়াগঞ্জ ও খড়গপুর সদরে এগিয়ে ছিল বিজেপি আর করিমপুরে তৃণমূল। এই উপনির্বাচনে তাই একই সঙ্গে জোট বা সমঝোতার সমীকরণ এবং নতুন মুখ, সব দিক থেকেই পরীক্ষা-নিরীক্ষার সুযোগ কাজে লাগাতে চাইছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব।

নদিয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রে বাম প্রার্থী হচ্ছেন সিপিএমের গোলাম রাব্বি। তরুণ এই আইনজীবীর এটাই প্রথম বিধানসভা ভোটে লড়াই। প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ আসনে ধীতশ্রী রায় এবং খড়গপুর সদরে চিত্তরঞ্জন মণ্ডলের নাম সুপারিশ করে এআইসিসি-র কাছে পাঠিয়েছে। কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে কালিয়াগঞ্জে উপনির্বাচন হচ্ছে। ধীতশ্রী প্রয়াত বিধায়কের কন্যা, রাজনীতি ও নির্বাচনী ময়দানে নতুন। খড়গপুরের চিত্তবাবু দলের কাউন্সিলর তবে বিধানসভায় এ বারই প্রথম প্রার্থী। এআইসিসি সিলমোহর দিয়ে আনুষ্ঠানিক ভাবে দুই প্রার্থীর নাম প্রকাশ করবে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এ দিনই তাঁদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন।

জোট বেঁধে লড়াইয়ের পাশাপাশি এ বার বাম ও কংগ্রেস নেতারা যৌথ ভাবে প্রচারে যাবেন বলেও ঠিক হয়েছিল বৃহস্পতিবার দু’পক্ষের রাজ্য নেতৃত্বের বৈঠকে। দু’পক্ষের প্রতিনিধিদের নিয়ে প্রতি কেন্দ্রে থাকবে সমন্বয় কমিটি। সেই লক্ষ্যেই খড়গপুরে শুভঙ্কর সরকার, কালিয়াগঞ্জে শঙ্কর মালাকার (প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভানেত্রী দীপা দাশমুন্সির প্রস্তাব মেনে) এবং করিমপুরে অমিতাভ চক্রবর্তীকে মাথায় রেখে কংগ্রেসের কমিটি গড়া হয়েছে এ দিন বিধান ভবনের বৈঠকে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মতে, বামফ্রন্টের সাংগঠনিক শৃঙ্খলার সঙ্গে কংগ্রেস কর্মীদের আবেগের মেলবন্ধন ঘটিয়ে সফল রসায়ন তৈরি করতে হবে। মহারাষ্ট্রে সদ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং এনসিপি জোট এই পথেই সাফল্য পেয়েছে। তা থেকে শিক্ষা নিতে হবে।

আলিমুদ্দিনে এ দিন বিমানবাবু বলেন, ‘‘বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে সব ভোটকে এক জায়গায় আনা আমাদের লক্ষ্য। করিমপুরে আমরা লড়ব, অন্য দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থীদের সমর্থন করব। গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সব মানুষের কাছে সমর্থন চাইছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

By Election CPM Congress Kharagpur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE