Advertisement
E-Paper

বিধানসভা ভোটের আগে রাজ্যের প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার জন্য আধিকারিকদের দায়িত্ব দিল নবান্ন! কোন জেলায় কাকে

মঙ্গলবার নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোন জেলায় কোন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে, তা ওই নির্দেশিকায় উল্লেখ করা আছে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ০৩:৪৪
নবান্ন।

নবান্ন। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে, রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি তদারকি করার জন্য কলকাতা-সহ সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দিল নবান্ন। মঙ্গলবার এই মর্মে নবান্নের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোন জেলায় কোন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে, তা ওই নির্দেশিকায় উল্লেখ করা আছে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ একাধিক প্রকল্পের কাজ খতিয়ে দেখবেন তাঁরা।

নির্দেশিকায় আরও বলা আছে, সরকারি আধিকারিকদের জেলা পরিদর্শনে যেতে হবে। এমনকি, জেলার সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকবেন আইএএস রাজেশকুমার সিংহ, দক্ষিণ ২৪ পরগনায় আইএএস ওঙ্কার সিংহ মীনা, পশ্চিম বর্ধমানে আইএএস বন্দনা ভাদব, মুর্শিদাবাদে আইএএস পারভেজ অহমেদ সিদ্দিকি, মালদহে আইএএস চোটেন ডি লামা, কলকাতা উত্তরে আইএএস শান্তনু বসু, নদিয়ায় আইএএস পিবি সালিম, দার্জিলিং (শিলিগুড়ি বাদে) এবং কালিম্পঙে আইএএস সৌমিত্র মোহন, বাঁকুড়ায় আইএএস পি মোহনগান্ধী, পুরুলিয়ায় আইএএস সঞ্জয় বনসাল, পূর্ব বর্ধমানে আইএএস শুভাঞ্জন দাস, হুগলিতে আইএএস অন্তরা আচার্য, হাওড়ায় আইএএস শরদকুমার দ্বিবেদী, উত্তর ২৪ পরগনায় আইএএস পি উলগানাথন, ঝাড়গ্রামে আইএএস কৌশিক ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরে আইএএস পবন কাদিয়ান, শিলিগুড়ি মহকুমার দায়িত্বে রাজর্ষি মিত্র, দক্ষিণ দিনাজপুরে আইএএস চৈতালি চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরে আইএএস রজত নন্দ, কোচবিহারে ডব্লিউবিসিএস (এগ্‌জিকিউটিভ) বিধানচন্দ্র রায়, বীরভূমে ডব্লিউবিসিএস (এগ্‌জিকিউটিভ) পূর্ণেন্দুকুমার মাঝি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ডব্লিউবিসিএস (এগ্‌জিকিউটিভ) সুনীল আগরওয়াল এবং উত্তর দিনাজপুরের দায়িত্বে থাকবেন ডব্লিউবিসিএস (এগ্‌জিকিউটিভ) তানভীর আফজাল।

Mamata Banerjee Nabanna District magistrate West Bengal Administration
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy