কয়েক দিন আগে বরাহনগরে এক সভায় বিজেপিকে রুখতে বাম এবং কংগ্রেসের সমর্থন চেয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। সাংসদ সৌগত রায়ও একই কথা বলেছেন। কিন্তু শাসক দলের সেই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। বারাসতের বিশেষ আদালতে পুরনো একটি মামলার হাজিরা দিতে এসে শুক্রবার অধীরবাবুর পাল্টা বক্তব্য, ‘‘কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়েই তো তৃণমূল দলটা তৈরি হয়েছিল। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে তৃণমূল দলটাই তুলে দিয়ে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া! তা হলেই তো সব ঝামেলা মিটে যায়!” মমতা বন্দোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, “উনি তো সনিয়া গাঁধীকে চেনেন। তাঁর কাছে চলে গেলেই হয়।” তৃণমূলের মন্ত্রী এবং সাংসদকে কটাক্ষ করে অধীরবাবু বলেন, ‘‘যাঁরা এক সময় দিদিকে গালাগালি দিতেন, তাঁদেরকে সামনে রেখেই এখন দলের ভাঙন ঠেকানোর চেষ্টা করছে তৃণমূল। কংগ্রেস বরাবরই ধর্মনিরপেক্ষ ছিল, এখনও আছে। বরং, তৃণমূলই এ রাজ্যে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে আমদানি করেছে। কংগ্রেসের লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে।’’ পরে কলকাতায় এই সংক্রান্ত প্রশ্নের জবাবে প্রদেশ সভাপতির আরও বক্তব্য, ‘‘কেউ তো আনুষ্ঠানিক ভাবে কোনও প্রস্তাব দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে তখন আমাদের বক্তব্য জানাব।’’