যৌন হেনস্থার প্রতিবাদে দিল্লিতে ধর্নায় বসেছেন পদকজয়ী কুস্তিগিরেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অ-বিজেপি বিভিন্ন দলের নেতা-নেত্রীরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন। ওই কুস্তিগিরদের উপরে পুলিশের আক্রমণের প্রতিবাদে এবং জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ সারন সিংহের অপসারণের দাবিতে এ বার কলকাতায় পথে নামল কংগ্রেস। ভবানীপুরে যদুবাবুর বাজারের মোড়ে বৃহস্পতিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে বিক্ষোভ ও অবস্থানে শামিল হলেন দলের কর্মী-সমর্থকেরা। কংগ্রেসের অভিযোগ, কুস্তিগিরদের অভিযোগ নিতে থানা অস্বীকার করেছে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুস্তিগিরদের হেনস্থার কথা জানা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এফআইআর করার। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ প্রসাদ বলেন, ‘‘বিজেপির বাহুবলী সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে দীর্ঘ দিন যৌন শোষণের অভিযোগ ওঠা সত্ত্বেও কোনও ব্যবস্থা হয়নি। কুস্তিগির বা ক্রীড়াবিদেরা পদক আনলে প্রধানমন্ত্রী কৃতিত্ব নিতে যান কিন্তু তাঁদের সমস্যা সরকার শোনে না! আমাদের দাবি, ব্রিজভূষণকে পদ থেকে সরিয়ে অবিলম্বে তাঁকে গ্রেফতার করতে হবে।’’ বিক্ষোভে ব্রিজভূষণের কুশপুতুলও পুড়িয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)