কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের ১৫ অগস্ট উপলক্ষে প্রচার করা পোস্টারে মোহনদাস কর্মচন্দ গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিংহের সঙ্গে বিনায়ক দামোদর সাভারকরের ছবি থাকাকে কেন্দ্র করে ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে পথে নামল কংগ্রেস। দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের ডাকে শনিবার যদুবাবুর বাজার মোড়ে বিক্ষোভ দেখিয়েছেন নেতা-কর্মীরা। ছিলেন দলের জেলা সভাপতি প্রদীপ প্রসাদ, দলের নেতা আশুতোষ চট্টোপাধ্যায়, স্বপন রায়চৌধুরী, নৌশাদ আলম প্রমুখ। প্রদীপের অভিযোগ, “এই জঘন্য কাজ করে গান্ধী, সুভাষচন্দ্র, ভগৎ সিংহেকে অপমান করা হয়েছে। দেশের ইতিহাস বিকৃত করছে নরেন্দ্র মোদী সরকার। জাতির জনকের হত্যাকাণ্ডে চক্রান্তকারী হিসেবে অভিযুক্ত সাভারকরের ছবি কেন ছাপা হয়েছে?” সেই সঙ্গে, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবি কেন ছাপা হয়নি, সেই প্রশ্ন তুলেও সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)