বিদ্যুতের চড়া দাম এবং তা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের উদাসীনতার অভিযোগ তুলে সোমবার তারাতলায় সিইএসসি-র দফতরের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা (১) জেলা কংগ্রেসের ডাকে এ দিনের বিক্ষোভে ছিলেন দুই সাংগঠনিক জেলার সভাপতি যথাক্রমে প্রদীপ প্রসাদ, মহম্মদ মোক্তার এবং দলের নেতা অমিতাভ চক্রবর্তী, পার্থ ভৌমিক, আশুতোষ চট্টোপাধ্যায় প্রমুখ। কংগ্রেস নেতৃত্বের দাবি, নির্বাচনী বন্ডে তৃণমূল কংগ্রেস ও বিজেপির তহবিলে ৫০০ কোটি টাকা করে দিয়েছে সিইএসসি। এখন রাজ্য সরকারের নির্দেশে পুজো প্যান্ডেলে ৮৫% বিদ্যুৎ বিল মকুব করা হবে। কংগ্রেসের আশঙ্কা, জনসাধারণের উপরে বিদ্যুৎ বিলের বোঝা সিইএসসি আরও চাপিয়ে দেবে। প্রদীপদের অভিযোগ, “দেশের মধ্যে কলকাতায় বিদ্যুতের মূল্য সব থেকে বেশি। আর এই সরকারের উদাসীনতায় সিইএসসি বিদ্যুতের দাম বাড়িয়ে চলেছে।” তাঁদের আরও অভিযোগ, গার্ডেনরিচ, মেটিয়াবুরুজ, খিদিরপুরের মতো বিভিন্ন এলাকায় লাগাতার বিদ্যুৎ-বিভ্রাটে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। কিছু দিন আগে খিদিরপুরের বাজারে অগ্নিকাণ্ডে যে দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়নি, সেগুলিতে এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিক্ষোভ শেষে কর্তৃপক্ষের কাছে দাবিপত্রও দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)