দলের স্বাতন্ত্র্য বজায় রাখতে সন্ত্রাস এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পৃথক আন্দোলনের সিদ্ধান্ত নিল কংগ্রেস। ২৫ জুন, শনিবার মৌলালির রামলীলা ময়দান থেকে গাঁধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করবে কংগ্রেস। তার নেতৃত্ব দেবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। বিধানসভায় যখন রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে, তখনই পথে নামার সিদ্ধান্ত নিয়ে অধীরবাবু বোঝালেন কলকাতাতেও তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোই তাঁর প্রধান লক্ষ্য।
২২ জুন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ধর্মতলা থেকে শিয়ালদহ পর্যন্ত মিছিল করবে কলকাতা জেলা বামফ্রন্ট। বামেদের মিছিলে কংগ্রেসকে না ডাকা হলেও কংগ্রেসের পক্ষ থেকে অবশ্য সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়েছে। সূর্যবাবু জানিয়েছেন, তিনি কলকাতায় থাকলে কংগ্রেসের মিছিলে যাবেন।
বামফ্রন্ট না কংগ্রেসের সঙ্গে জোট? শরিকদের এই প্রশ্নে জেরবার সিপিএম। তাই আগে ফ্রন্ট রক্ষা করে তার পরে কংগ্রেসের সঙ্গে জোট রক্ষা করতে চায় তারা। কংগ্রেস সূর্যবাবুকে চিঠি দিলেও কেন কলকাতা জেলা বামফ্রন্ট কংগ্রেসকে আমন্ত্রণ জানাচ্ছে না? কলকাতা জেলা বামফ্রন্টের নেতা সিপিএমের মানব মুখোপাধ্যায় বলেন, ‘‘এটা বামফ্রন্টের নিজস্ব কর্মসূচি। তাই কংগ্রেসকে ডাকা হয়নি।’’