Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সমবায় ব্যাঙ্ক নিয়ে দরবার

জেলায় জেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলি আর বাতিল পাঁচশো বা হাজার টাকার নোট নিতে পারবে না। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাতে রাজ্যের সমবায়সচিব দিল্লি যাচ্ছেন।

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০৩:১৭
Share: Save:

জেলায় জেলায় কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলি আর বাতিল পাঁচশো বা হাজার টাকার নোট নিতে পারবে না। নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাতে রাজ্যের সমবায়সচিব দিল্লি যাচ্ছেন। বুধবার মহাজাতি সদনে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের এক অনুষ্ঠানে ওই কথা জানান রাজ্যের সমবায়মন্ত্রী অরূপ রায়। তাঁর প্রশ্ন, সরকারি ও বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের মতো একই ধরনের অনুমতি নিয়ে দেশে নানা ধরনের সমবায় ব্যাঙ্ক খোলা হয়েছে। তা হলে তারা ওই সব বাতিল নোট নিতে পারবে না কেন? সমবায়-কর্তাদের অভিযোগ, ধান তোলা ও বিক্রি এবং তৈলবীজ বোনার এই মরসুমে সমবায় ব্যাঙ্কগুলি না-চললে গ্রামীণ অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে। মন্ত্রীর অভিযোগ, এখন টাকার জোগান কম থাকায় চাষিদের পণ্য কম দামে অর্ধেক বিক্রি হলেও বাকিটা ফেলে দিতে হচ্ছে। দু’দিক থেকেই মার খাচ্ছেন চাষিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cooperative bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE