Advertisement
E-Paper

করোনা পরিস্থিতি পর্যালোচনায় নবান্নে সর্বদল বৈঠকের ডাক

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে সর্বদল বৈঠকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২০ ১৬:৫৬
বুথবার সর্বদল বৈঠকের ডাক মিুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুথবার সর্বদল বৈঠকের ডাক মিুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরের ওই বৈঠকে মুখ্যমন্ত্রী, রাজ্যের শীর্ষ আমলারা-সহ উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকারও।

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, তার নিরিখে ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে ওই সভায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন দলের নেতৃত্বের কাছে করোনা নিয়ে রাজ্যের অবস্থান, এই মুহূর্তে সংক্রমণের হার ঠিক কী পরিস্থিতিতে রয়েছে, সংক্রমণের আশঙ্কা কতটা— এ সব নিয়েই আলোচনা করা হবে। সেই সঙ্গে বিরোধী দলগুলোকে জানানো হবে, রাজ্য এখনও পর্যন্ত কী কী ব্যাবস্থা নিয়েছে। ভবিষ্যতে কী কী করা সম্ভব, তা নিয়ে অন্য দলের প্রতিনিধিদের কাছে তাঁদের মতামতও জানতে চাওয়া হবে।

এর আগে গত ২৩ মার্চ করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে সর্বদল বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেই সময়ের সঙ্গে বর্তমান পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৯৪৫। তার মধ্যে সক্রিয় আক্রান্ত ৫ হাজার ৯৩ জন। মৃত ৫৫৫ জন। এখন রাজ্যে গড়ে প্রতি দিন ১০ হাজার নমুনা পরীক্ষা করা হচ্ছে। শুরু হয়েছে অ্যান্টিবডি টেস্টও। সংক্রমণ ছড়িয়েছে রাজ্যের ২৩টি জেলাতেই। তবে এখনও সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। তার পরেই রয়েছে হাওড়া এবং উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য কর্তাদের দাবি, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে সংক্রমণ বাড়ছিল তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: সীমান্তে এ বার লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক, উঠবে গালওয়ান প্রসঙ্গ​

এ সব প্রসঙ্গই বুধবারের সর্বদল বৈঠকে উঠে আসবে বলে জানা গিয়েছে নবান্ন সূত্রে। সেই সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থারও হদিশ মিলতে পারে।

আরও ুপড়ুন: কলকাতায় করোনার নয়া উপসর্গের সন্ধান: চর্মরোগ, ডায়ারিয়াতেও সতর্ক হোন​

Coronavirus in Bengal Mamata Banerjee Covid 19 All Party Meet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy