দিন কয়েক আগেই তমলুক জেলা হাসপাতালের আইসোলেশনে নন্দকুমারের এক প্রৌঢ়ার মৃত্যুর হয়েছিল। তাঁর লালারসের নমুনা করোনা নেগেটিভ হলেও সাময়িক বন্ধ করা হয়েছিল হাসপাতালের ফিমেল মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। চলেছিলজীবাণুমুক্তকরণের কাজ।
জেলা হাসপাতালের সেই আইসোলেশনেই সোমবার ভোরে মৃত্যু হল আর এক বৃদ্ধের। রবিবার রাত দেড়টা নাগাদ চণ্ডীপুরের বাসিন্দা ৬৪ বছরের ওই বৃদ্ধকে শ্বাসকষ্ট এবং অন্য উপসর্গ নিয়ে জেলা হাসপাতালের আইসোলশনে ভর্তি করানো হয়েছিল বলে হাসপাতাল সূত্রের খবর।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ভর্তির তিন ঘণ্টা পরে সোমবার ভোর সাড়ে ৪টা নাগাদ ওই বৃদ্ধের মৃত্যু হয়। ভর্তির পরে কয়েক ঘণ্টার মধ্যে বৃদ্ধের মৃত্যু হওয়ায় তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানিয়েছে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বৃদ্ধের মৃতদেহ সৎকারের জন্য ‘কোভিড’ প্রটোকল মেনেই সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।