রাজ্য জুড়ে দ্রুত স্কুল খোলার দাবি জানিয়ে সম্প্রতি মামলা হয়েছে কলকাতা হাই কোর্টে। এ বার একই দাবিতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার শুভেন্দু তাঁর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামের বিরুলিয়ায় দলীয় জনসভায় বলেন, “সরকার বাহাদূরের কাছে আবেদন করব, গ্রামের গরিব ছাত্রছাত্রীদের কথা ভেবে তাঁদের জন্য টিকার ব্যবস্থা করবেন এবং কোভিডবিধি মেনে দ্রুত স্কুল খুলবেন।’’
শুভেন্দু শুক্রবার বলেন, “নন্দীগ্রামের প্রত্যন্ত এলাকার এক স্কুল ছাত্রী আমাকে ফোন করে তার দুঃখের কথা জানিয়েছে। দু’বছর ধরে তারা শিক্ষালাভ থেকে বঞ্চিত হয়েছে। এই রকম গরিব শিক্ষার্থীদের জন্য সরকার কেন নীরব?।’’ সেই সঙ্গে রাজ্য সরকারের উদ্দেশ্যে শুভেন্দুর খোঁচা, “এই রাজ্যে মদের দোকান, বার, বিউটি পার্লার, সেলুন খোলা। সেখানে কোভিড দেখা যায় না। কোভিড শুধু লোকাল ট্রেন আর স্কুলে থাকে। রাজ্য সরকার একটি গোটা প্রজন্মের খুব ক্ষতি করছে স্কুল বন্ধ রেখে। স্কুল-কলেজের অনেক পড়ুয়াই বলছেন, তাঁরা সব ভুলে গিয়েছেন।’’
তাঁর অভিযোগ, “গরিব বাড়ির স্কুলপড়ুয়ারা প্রাইভেট টিউশন, ল্যাপটপ, ট্যাব কিনতে পারে না। তাই তাদের পড়াশোনা বন্ধ। দীর্ঘ দিন ধরে একটি প্রজন্মকে পঙ্গু করে দিচ্ছে রাজ্য সরকার।’’ তাঁর মতে, ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে কোভিড বিধি মেনে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। এক দিন অন্তর ক্লাস হচ্ছে। একটা বেঞ্চে দু’জনকে বসার ব্যবস্থা করেছে। পড়ুয়াদের স্বার্থে পশ্চিমবঙ্গেও এমন ব্যবস্থা চালু করা প্রয়োজন।