করোনার টিকা নেওয়ার লাইন বাড়ছে ক্রমশ। রেফ্রিজারেটর খুলে হাসপাতালের এক কর্মী দেখলেন, উধাও হয়ে গিয়েছে করোনা টিকার ১৬টি ভায়াল।
একে এখন প্রতিষেধকের আকাল। এরই মধ্যে পশ্চিম মেদিনীপুরের শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে করোনার টিকা চুরির অভিযোগ উঠল। একটি ভায়ালে ১০ জনের টিকাকরণ হয়। সেই হিসেবে চুরি গিয়েছে টিকার ১৬০টি ডোজ়। মঙ্গলবার সকালের এই ঘটনার কথা হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়েছে।
তদন্তে করতে বুধবার হাসপাতালে গিয়েছিল পুলিশের একটি দল। তদন্তকারী অফিসারেরা হাসপাতালের আধিকারিক এবং কর্মীদের সঙ্গে কথা বলেছেন। আশেপাশের এলাকাও ঘুরে দেখেছেন। পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘তদন্ত চলছে। তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।’’