রাজ্যে করোনা মানচিত্রে গত বেশ কয়েক দিন ধরেই দৈনিক সুস্থের সংখ্যাটা দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। শনিবারও সেই প্রবণতা বজায় রইল। কিন্তু উদ্বেগ বাড়ল মৃতের সংখ্যা ফের এক বার ৫০-এর গণ্ডি টপকে যাওয়ায়। তবে গত কালকের থেকে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে যাওয়া, সংক্রমণের হার কমা, এবং সুস্থতার হার বৃদ্ধি পাওয়া স্বস্তি জোগাচ্ছে রাজ্যের স্বাস্থ্যকর্তাদের।
দৈনিক আক্রান্তের থেকে রাজ্যে দৈনিক সুস্থের সংখ্যা এ দিনও উপরেই রইল। রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ দিন সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৪৫জন। তার ফলে মোট সুস্থ এখন ৪ লক্ষ ৪৮ হাজার ৩২ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা ২৪ হাজার ৪০৫ জন।