করোনা চিকিৎসায় রাজ্যের হাসপাতালগুলিতে পর্যাপ্ত শয্যা নেই এবং থাকলেও তার খরচ আকাশছোঁয়া— এই অভিযোগে সরব হল বিজেপি। বুধবার এ বিষয়ে টুইটারে সরব হয়েছিলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় নেতা অমিত মালব্য। বৃহস্পতিবার এ নিয়ে মুখ খুলেছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ— সকলেই।
তৃণমূল অবশ্য অভিযোগ ফিরিয়ে দিয়েছে বিজেপি নেতৃত্বকেই। তৃণমূল নেত্রী তথা রাজ্যের রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘কৈলাসবাবুরা নিজেদের রাজ্যগুলির দিকে তাকান। সেখানে কী চলছে! আমাদের এখানে পরীক্ষা বেড়েছে বলে সংক্রমিতের সংখ্যা বেড়েছে। তার সঙ্গে সাযুজ্য রেখেই বেড বাড়ানো এবং সেফ হাউসের ব্যবস্থা হচ্ছে।’’
কৈলাস এ দিন আরএসএস নেতা জিষ্ণু বসুর একটি ভিডিয়ো বার্তা টুইটারে পোস্ট করেছেন। সেখানে এক ব্যক্তির চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন জিষ্ণু। সে প্রসঙ্গে কৈলাস টুইটে লিখেছেন, ‘‘কিছু হাসপাতাল করোনা সন্দেহ করে রোগীকে ফেরাচ্ছে এবং তাঁদের পাঠানো হচ্ছে কোভিডের জন্য নির্দিষ্ট হাসপাতালে। সেই হাসপাতাল আবার করোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ না আসা পর্যন্ত রোগীকে ভর্তি নিচ্ছে না। হাসপাতালগুলি দৈনিক ৫০ হাজার টাকা নিচ্ছে। মমতাজি, রাজ্যবাসী আপনাকে ক্ষমা করবে না।’’
এ দিনই দুর্গাপুরে আরএসএসের শাখায় গিয়ে দিলীপবাবু বলেন, ‘‘কোনও হাসপাতালে বেড নেই। বেড আছে শুধু রাজ্য সরকারের ওয়েবসাইটে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে।’’
চন্দ্রিমার প্রতিক্রিয়া, ‘‘ঘরে বসে বিবৃতি না দিয়ে কৈলাসবাবুকে নিয়ে দিলীপবাবুরা রাজ্যের হাসপাতালগুলি ঘুরে দেখুন। শুধু পরিকাঠামো নয়। স্বাস্থ্যকর্মীরা জীবন বাজি রেখে কী করছেন, তা দেখুন। রাজনীতি করার সময় এটা নয়।’’
উচ্চমাধ্যমিকের ফলাফল সম্পর্কিত যাবতীয় আপডেট পেতে রেজিস্টার করুন এখানে