রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁতে চলল। গত কয়েক দিন ধরেই দৈনিক সুস্থ এবং দৈনিক আক্রান্তের মধ্যে ব্যবধান কমছিল। বুধবার তা খুব কাছাকাছি চলে এসেছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে এ রাজ্যে সুস্থতার হার রোজই ধাপে ধাপে বাড়তে শুরু করেছে। কিন্তু সাড়ে ৭ শতাংশের বেশি সংক্রমণের হার স্বাস্থ্য দফতরের কর্তাদের কাছে কাঁটা হয়েই রইল।
স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২ হাজার ৬২৪টি। এর মধ্যে সক্রিয় করোনা রোগী ধরা পড়েছে ৩ হাজার ২৭১ জন। প্রতি দিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। মঙ্গলবার সংক্রমণের হার ছিল ৭.৬৭ শতাংশ। বুধবারও সেই একই চিত্র।