রাজ্যে নতুন করোনা আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারও দু’শোর বেশি। সেইসঙ্গে সংক্রমণের হারও দু’দিন ধরে ১ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যায় শীর্ষস্থানেই রয়েছে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। অবশ্য বুধবারের তুলনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কম ওই জেলায়। তবে দু’টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে চিন্তা থাকছেই।
বুধবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২২৫। তার তুলনায় বৃহস্পতিবার নমুনা পরীক্ষার সংখ্যা কিছুটা কমেছে। তবে তাতে দৈনিক আক্রান্তের সংখ্যায় বড়সড় হেরফের হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০৯ জন। এর মধ্যে কলকাতা (৭৫) এবং উত্তর ২৪ পরগনা (৪৫) মিলিয়ে আক্রান্তের সংখ্যা অর্ধেকের বেশি। এ ছাড়া হাওড়া (১৩) এবং দক্ষিণ ২৪ পরগনা (১০)-য় দৈনিক সংক্রমিতের সংখ্যা দুই অঙ্কে পৌঁছেছে। তবে বাকি কোনও জেলাতেই নতুন করে সংক্রমিতের সংখ্যা দুই অঙ্কে পৌঁছয়নি। আলিপুরদুয়ার, কালিম্পং এবং দক্ষিণ দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের হদিশ মেলেনি।
বুধবার করোনায় মৃত্যু হয়েছিল ২ জনের। বৃহস্পতিবার মারা গিয়েছেন ১ জন। গত ২৪ ঘণ্টায় নদিয়ায় এক জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৭৩ জন।