Advertisement
০৭ মে ২০২৪

জয়েন্ট-ধোঁয়াশা আর চায় না কোর্ট

মেডিক্যালে কেন্দ্রীয় অভিন্ন প্রবেশিকা নিয়ে কেন্দ্রের আনা অধ্যাদেশ এখনই স্থগিত রাখতে রাজি হল না সুপ্রিম কোর্ট। এ দিন শীর্ষ আদালত জানিয়েছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন করে বিভ্রান্তি এড়াতেই এখন কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে না। গ্রীষ্মাবকাশের পর ওই মামলার শুনানি হবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৬ ০৩:৪৩
Share: Save:

মেডিক্যালে কেন্দ্রীয় অভিন্ন প্রবেশিকা নিয়ে কেন্দ্রের আনা অধ্যাদেশ এখনই স্থগিত রাখতে রাজি হল না সুপ্রিম কোর্ট। এ দিন শীর্ষ আদালত জানিয়েছে, ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন করে বিভ্রান্তি এড়াতেই এখন কোনও নতুন সিদ্ধান্ত নেওয়া হবে না। গ্রীষ্মাবকাশের পর ওই মামলার শুনানি হবে।

এ মাসের শুরুতে সুপ্রিম কোর্ট একটি রায়ে জানায়, চলতি বছর থেকে কেবল অভিন্ন প্রবেশিকার মাধ্যমেই মেডিক্যালে ভর্তি হতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এই সিদ্ধান্তে আঞ্চলিক ভাষার ছাত্র-ছাত্রীরা বঞ্চিত হবে এই অভিযোগে কেন্দ্রের দ্বারস্থ হয় একাধিক রাজ্য। এর পরেই শীর্ষ আদালতের রায়কে আংশিক ভাবে পরিবর্তন করে একটি অধ্যাদেশ আনে কেন্দ্র। যাতে কেবল এ বছরের জন্য রাজ্যগুলিকে নিজেদের জয়েন্টের মাধ্যমে মেডিক্যালে পড়ুয়া ভর্তির জন্য ছাড় দেওয়া হয়। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আনন্দ রাই নামে ইনদওরের এক চিকিৎসক। আর্জিতে তিনি জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টকে অগ্রাহ্য করে কেন্দ্র এ ভাবে অধ্যাদেশ আনতে পারে না।

পাল্টা সওয়ালে আজ অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি শীর্ষ আদালতকে জানান, এটা এমন কোনও গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আদালতের ছুটি থাকা সত্ত্বেও তা নিয়ে শুনানি করতে হবে।

আগামী বছর থেকেই আদালতের নির্দেশ মেনে অভিন্ন প্রবেশিকার মাধ্যমে মেডিক্যালে পড়ুয়া ভর্তি করা হবে। এখন আদালত ওই পরীক্ষায় স্থগিতাদেশ দিলে ছাত্র-ছাত্রীরাই সব চেয়ে সমস্যায় পড়বে বলে জানায় কেন্দ্র। সরকারের সব যুক্তিই মেনে নেয় আদালত। অবকাশকালীন বেঞ্চ নিজেদের রায়ে জানায়, ‘‘অধ্যাদেশটি এককালীন। তা ছাড়া এই পরীক্ষা নিয়ে আর নতুন করে কোনও সংশয় তৈরি করা উচিত নয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Court JEE
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE