দলের ২৮তম রাজ্য সম্মেলনের আগে দেশে নরেন্দ্র মোদী এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন ও ঐক্য গড়ার ডাক দিল সিপিআই। সেই সঙ্গে ২০২৪-এর লোকসভা ভোটে কংগ্রেসের ভূমিকার সমালোচনা করেও বাংলার বিধানসভা ভোটে তাদের উদ্দেশে সমঝোতার ডাক দিয়েছে তারা।
বিধাননগরের বি ডি হলে আগামী ১৫ থেকে ১৭ অগস্ট সিপিআইয়ের রাজ্য সম্মেলন হবে। প্রথম দিন করুণাময়ী মোড় থেকে বি ডি হল পর্যন্ত মিছিল ও প্রকাশ্য সমাবেশ। সেখানে থাকার কথা দলের সাধারণ সম্পাদক ডি রাজারও। তার আগে সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় রাজ্য সম্মেলনের আগে খসড়া দলিল নিয়ে আলোচনা করতে গিয়ে বুধবার বলেছেন, “আমাদের প্রথম ও প্রধান লক্ষ্য মোদীকে ক্ষমতা থেকে সরানো। সব ক’টি বামপন্থী দলকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। আর দেশে মোদী-বিরোধী লড়াইতে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, বামপন্থী শক্তিকে ঐক্য গড়তেই হবে।” পাশাপাশি, তিনি তৃণমূলকে বিজেপির ‘বি-টিম’ হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “আদানি-আম্বানিদের পক্ষে থাকা, কর্মসংস্থান না-করা, ধর্মকে রাজনীতিতে ব্যবহার— দেশে বিজেপির মতোই বাংলায় এগুলো করছে তৃণমূল।” আগামী বিধানসভা ভোটে মোদীর দলকে আটকাতে কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট গড়লে সেটা ‘মস্ত ভুল’ হবে বলেও মন্তব্য করেছেন সিপিআই নেতৃত্ব। এই সূত্র ধরেই স্বপন বলেছেন, “২০২৪-এর লোকসভা ভোটে চেষ্টা হলেও কংগ্রেসের ঐক্যবদ্ধ হওয়ার মানসিকতার অভাবের কারণে আবার মোদী সরকার গড়তে পেরেছেন। বাংলায় কংগ্রেসকে তাদের স্বার্থ রক্ষা করতে হলে বামপন্থীদের সঙ্গে আসতে হবে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)