ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপনের সমাপ্তিতে সংবিধান ও গণতন্ত্র রক্ষার দাবিকে সামনে রেখে শুক্রবার ধর্মতলা থেকে রাজাবাজার পর্যন্ত মিছিল করল সিপিআই। প্রসঙ্গত, কানপুরে ১৯২৫-এর ২৬ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন থেকেই ভারতে দলের পথ চলা শুরু হিসাবে পালন করে সিপিআই। ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও। তৃণমূল হটাও, রাজ্য বাঁচাও’, এই স্লোগানকে সামনে রেখে এ দিন মিছিল করেছেন সিপিআই নেতা-কর্মীরা। মিছিল শেষে সমাবেশ থেকে দেশ ও রাজ্যের রাজনীতিতে ধর্মের যে ব্যবহার, তা রুখে দেওয়া এবং বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছেন নেতৃত্ব। দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, “দেশ ও রাজ্যের রাজনীতিতে ধর্ম, মন্দির-মসজিদের লড়াই চলছে। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান সংক্রান্ত মানুষের জীবনের মূল সমস্যাগুলিকে ধামাচাপা দিতেই এটা করা হচ্ছে। বাংলাদেশ মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। এখানেও হিন্দু-মুসলমান দ্বিমেরু পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ, ভারতের সংবিধান বহুত্ববাদের কথা বলে। এর সঙ্গে রাজ্যে চলছে দুর্নীতিপরায়ণ একটি সরকার।” এই পরিস্থিতির বদলের জন্যই ঐক্যের ডাক দিয়ে স্বপন বলেছেন, “দেশে স্বাধীনতার লড়াইয়ের সময়ে রাজনৈতিক শক্তিগুলির ঐক্য আমরা দেখেছিলাম। এখন সংবিধান ও দেশ বাঁচাতে ভারতের সব বামপন্থী, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আর এই ঐক্য গড়ে তুলতে পারবেন বামেরাই।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)