সিপিআইয়ের ২৮তম রাজ্য সম্মেলন থেকে ফের দলের রাজ্য সম্পাদক হলেন স্বপন বন্দ্যোপাধ্যায়। বিধাননগরে দলের তিন দিনের রাজ্য সম্মেলনের শেষ দিনে রাজ্য সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্য সম্পাদক থাকাকালীন প্রবোধ পণ্ডার প্রয়াণে তিনি রাজ্যে দলের দায়িত্বে এসেছিলেন। তার পরে দু’টি সম্মেলন থেকে স্বপন সিপিআইয়ের রাজ্য সম্পাদক নির্বাচিত হলেন। এ বারের সম্মেলন থেকে গঠিত হয়েছে ৩৪ জনের রাজ্য কার্যনির্বাহী কমিটি ও ৭১ জনের রাজ্য পরিষদ। আগের বার রাজ্য পরিষদ ছিল ৮১ জনের, এ বার কলেবর ছোট করা হয়েছে। কমিটিতে আনা হয়েছে কয়েকটি নতুন মুখ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)