রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙঘ (আরএসএস) যখন শতবর্ষ উদযাপন করছে, সেই সময়েই পালিত হল ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার একশো বছর। কানপুরে ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার দিন থেকেই এ দেশে দলের পথ চলার সূচনা বলে পালন করে সিপিআই। বছরভর নানা অনুষ্ঠান ও কর্মসূচির পরে ২৬ ডিসেম্বর, শুক্রবার সারা দেশেই শতবর্ষের সমাপ্তি উদযাপন করতে চলেছে চারা। এই উপলক্ষে কলকাতায় ২৬ তারিখ ধর্মতলা থেকে রাজাবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির সঙ্গে সঙ্গেই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করার বার্তা দিচ্ছেন সিপিআই নেতৃত্ব।
দলের রাজ্য দফতর ভূপেশ ভবনে বুধবার সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ও তাঁর সতীর্থ শ্রীকুমার মুখোপাধ্যায়, প্রবীর দেব, গৌতম রায়েরা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিকল্প গড়ে তোলার লক্ষ্যে লড়াইকে জোরদার করার আহ্বান জানিয়েছেন। সিপিআইয়ের মতে, বিজেপির বিরুদ্ধে সারা দেশে বাম, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই পথ। সেই সময়ে রাজ্যে শাসক তৃণমূল নিজেই বিজেপিকে রোখার ‘আত্মম্ভরিতা জাহির’ করছে এবং বিজেপিরই কায়দায় বিরোধী বা বিকল্প সব শক্তিকে নিঃশেষ করার কৌশল নিয়ছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতি সরিয়ে রোজগার, শিক্ষা, স্বাস্থ্যের মতো জরুরি প্রশ্নে আন্দোলনকে শক্তিশালী করার ডাক দিয়েছেন স্বপনেরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)