ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ পূরণ হচ্ছে এ বার। কানপুরে ১৯২৫ সালের ২৬ ডিসেম্বর গোড়াপত্তন হয়েছিল এ দেশে কমিউনিস্ট পার্টির। সেই দিনটিতেই কমিউনিস্ট পার্টির সূচনা হিসেবে পালন করে সিপিআই। দল প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপনে আজ, বৃহস্পতিবার সিপিআই নানা কর্মসূচি নিয়েছে। দলের কার্যালয় সাজানো, পতাকা উত্তোলন, ছোট ছোট সভার মাধ্যমে পালিত হবে দিনটি। সিপিআইয়ের রাজ্য দফতর ভূপেশ ভবনেও রয়েছে অনুষ্ঠান। সেখানে থাকার কথা দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, গৌতম রায়-সহ রাজ্য নেতৃত্বের। পরে বারাসতে রয়েছে সমাবেশ। প্রসঙ্গত, তাসখন্দে ১৯২২ সালে যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল, সেই দিনটি উদযাপন করে থাকে সিপিএম। তারা ভারতের কমিউনিস্ট পার্টির শতবর্ষ পালন করেছে আগেই।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)