Advertisement
১০ মে ২০২৪
Nabanna Abhijan

বিজেপিকে খোঁচা, তৃণমূলকে কটাক্ষ সুজনদের

বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্য প্রশাসন তথা শাসক তৃণমূল কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি বিরোধী সিপিএম ও কংগ্রেস।

বিজেপির নবান্ন অভিযান রুখতে সাঁতরাগাছিতে ব্যারিকেড পুলিশের। সামনের রাস্তায় পড়ে অজস্র ইট।  ছবি: রণজিৎ নন্দী

বিজেপির নবান্ন অভিযান রুখতে সাঁতরাগাছিতে ব্যারিকেড পুলিশের। সামনের রাস্তায় পড়ে অজস্র ইট। ছবি: রণজিৎ নন্দী

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:২৫
Share: Save:

বিজেপির নবান্ন অভিযানকে কটাক্ষ করার পাশাপাশি রাজ্য প্রশাসন তথা শাসক তৃণমূল কংগ্রেসকে বিঁধতে ছাড়েনি বিরোধী সিপিএম ও কংগ্রেস। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘‘বিজেপির ফুটো বেলুনে প্রাণপণ পাম্প দিল মমতার বাহিনী! জনজীবন বিপর্যস্ত করে দিনভর তার সাক্ষী থাকল বাংলা। দুর্বল বিজেপিকে প্রাসঙ্গিক করার জন্য কলকাতা থেকে গ্রাম স্তর পর্যন্ত দারুণ সক্রিয় তৃণমূলের প্রশাসন। আগেও বহু বার এ রাজ্যে নবান্ন অভিযান হয়েছে। কিন্তু তফাত ছিল, তফাত থাকবে!’’

বালুরঘাটের জনসভায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ দিন মন্তব্য করেছেন, ‘‘সারদা, নারদে কিছুই হল না। যাঁরা জেলে ছিলেন, সব ছাড়া পেয়ে গিয়েছেন। কেউ বিজেপিতে চলে গিয়েছেন। কেউ আবার ফিরে এসেছেন। শুভেন্দু, মুকুল, রাজীব, সব্যসাচীরা উদাহরণ।’’ বিজেপির নবান্ন অভিযানকে ‘নাটক’ বলে কটাক্ষ করে সেলিমের দাবি, ‘‘বিজেপি আমাদের ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান হাইজ়্যাক করেছে! যেমন তৃণমূল আমাদের গান চুরি করে।’’

প্রদেশ কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের মন্তব্য, ‘‘নারদ-কাণ্ডে শুভেন্দু অধিকারী নিজেই টাকা নেওয়ায় অভিযুক্ত। তার মানে দাঁড়াল, চোর গিয়েছে চোর ধরতে! তৃণমূল যে সব অভিযোগে অভিযুক্ত, একই কাজ বিজেপিও নানা জায়গায় করেছে, কোথাও আর বড় করে। বিজেপি এবং তৃণমূলের কবল থেকে মুক্তি চান বাংলার মানুষ।’’

বিধানসভা ভোটে ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান দেওয়া সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক অভিজিৎ মুজমদারও এ দিন বিবৃতি দিয়ে বলেছেন, ‘‘জনগণের দাবিগুলো নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন করার অধিকার সকলের আছে। কোনও সরকার কোনও অজুহাতেই তা কেড়ে নিতে পারে না। বিজেপির নবান্ন অভিযানকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার পরিবর্তে রাজ্যের তৃণমূল সরকার যে ভাবে পুলিশ-প্রশাসন দিয়ে মোকাবিলা করলো, আমরা তার বিরোধী। এই ভাবে বিজেপির উত্থান রোধ করা যায় না। এ রাজ্যে ফ্যাসিবাদী শক্তির জমি তৈরি করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল দায়ী থাকবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna Abhijan BJP TMC CPIM Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE