Advertisement
২০ এপ্রিল ২০২৪
CPIML

প্রিয়জন স্মরণে

এই উদ্যোগের নেপথ্যে রয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন ও তাদের একাধিক গণ-সংগঠন।

—নিজস্ব চিত্র।

শেষ আপডেট: ০৭ জুন ২০২১ ০৬:০৪
Share: Save:

করোনা বা তার পরবর্তী জটিলতায় মৃত্যু হয়েছে অনেক মানুষের। লকডাউনের মধ্যে যেন তেন প্রকারে ঘরে ফেরার পথে প্রাণ হারিয়েছেন শ্রমজীবীদের অনেকে। কেউ আবার কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে শামিল হয়ে মারা গিয়েছেন, কারও মৃত্যু হয়েছে প্রাকৃতিক দুর্যোগের ধাক্কায় বা অন্য কোনও কারণে। এঁদের সকলকে স্মরণ করার সম্মিলিত নাগরিক উদ্যোগ শুরু হল রবিবার। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে সিপিআই (এম-এল) লিবারেশন ও তাদের একাধিক গণ-সংগঠন। একই দিনে ‘শহিদ দিবস’ পালন হয়েছে কৃষক সংগ্রাম সমন্বয় কমিটির ডাকেও। কোথাও সংগঠিত ভাবে, কোথাও আবার বাড়িতে বসেই রাত ৮টায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে হারানো প্রিয়জনকে স্মরণ করার যে নাগরিক উদ্যোগ এ দিন শুরু হয়েছে, তা আপাতত চালু থাকবে প্রতি রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPIML Tribute in light
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE