মূল্যবৃদ্ধির বাজারে দলের চাঁদা বাড়িয়ে ফেলল সিপিএম! এখন থেকে সিপিএমে সদস্য-পদের জন্য বছরে পাঁচ টাকার পরিবর্তে চাঁদা দিতে হবে ১০ টাকা করে। সদস্য-পদের চাঁদা বৃদ্ধির জন্য দলের গঠনতন্ত্রে সংশোধন করা হল মাদুরাই পার্টি কংগ্রেসে। এর আগে ২০১২ সালে কোঝিকোড় পার্টি কংগ্রেসে ওই চাঁদা দু’টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করা হয়েছিল। এত দিন চাঁদার অঙ্ক বদলাতে গেলে গঠনতন্ত্রে সংশোধন এনে পার্টি কংগ্রেসে সম্মতি নিতে হত। এ বার সেখানে ঠিক হল, প্রয়োজন মতো কেন্দ্রীয় কমিটিই এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। সিপিএমে ২০২৪ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী, গোটা দেশে সদস্য-সংখ্যা এখন ১০ লক্ষ ১৯ হাজার ৯।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)