Advertisement
২৪ এপ্রিল ২০২৪

বাগড়িতে বিপন্ন ২০ হাজারের পুনর্বাসনের দাবি

বাগড়ি মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ২০ হাজার মানুষের পুনর্বাসনের দাবিতে সরব হল সিপিএম। তাদের বক্তব্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই বাজারে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০৫
Share: Save:

বাগড়ি মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্ত ২০ হাজার মানুষের পুনর্বাসনের দাবিতে সরব হল সিপিএম। তাদের বক্তব্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই বাজারে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে। তার পাশাপাশিই বিভিন্ন দোকানে কর্মরত বহু মানুষ এখন বিপন্ন। তাঁদের জন্য বিকল্পের দাবিতেই শুক্রবার বাগড়ি মার্কেটের কাছে সভা করেছে কলকাতা জেলা সিপিএম।

ওই সভায় সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ১২ দিন বিদেশ সফর থেকে কী শিল্প আনলেন, আমরা জানি না। কিন্তু বাগড়ি মার্কেটের আগুনের পরে সবাই জেনে গিয়েছে, আমরা জতুগৃহে বসে আছি। মার্কেটকে ছাড়পত্র দেওয়ার দেড় মাসের মধ্যে কেন সেখানে এ ভাবে আগুন লাগল, তার জবাব সরকারকে দিতে হবে।’’ তাঁর সংযোজন, তদন্ত হোক। কিন্তু রুটি-রুজি হারানো ২০ হাজার মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক আগে।

মেয়র তথা দমকলমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতারা। সেতু ভেঙে পড়া বা বিধ্বংসী আগুন, কোনও ঘটনাতেই মন্ত্রীদের কেউ কেন দায় নেবেন না, উঠেছে সেই প্রশ্নও। সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোল মজুমদার, রূপা বাগচী, দেবাঞ্জন চক্রবর্তীরা ছিলেন সভায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE