এলাকার বেহাল রাস্তা সারাই, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ‘হেনস্থা’ বন্ধ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে ‘প্রকৃত’ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না— এমন বিভিন্ন দাবিতে রবিবার পথে নামল সিপিএম। দলের উত্তর দমদম বিধানসভা এলাকার পাঁচটি এরিয়া কমিটির ডাকে এ দিন বাঁকড়া মোড় থেকে গোলবাগান বাজার পর্যন্ত মহামিছিলে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, উত্তর ২৪ গরগনা জেলা সম্পাদক পলাশ দাস-সহ অন্যেরা। মিছিল থেকে বিজেপি ও তৃণমূলকে এক পঙ্ক্তিতে রেখে সরব হয়েছেন সেলিম। তাঁর বক্তব্য, “সঙ্ঘ পরিবার হিন্দু-মুসলিম, বাঙালি-অবাঙালি বলছে। আর তৃণমূল তার সঙ্গে যোগ দিয়েছে। এমনিতেই সাধারণ মানুষ বিপর্যস্ত। এখন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।” এই সূত্র ধরেই অসমের উদাহরণ দিয়ে সেলিমের সংযোজন, “সেখানে ভোটার তালিকায় লক্ষ লক্ষ মানুষকে ‘ডি-ভোটার’ বা সন্দেহজনক ভোটদাতা করা হয়েছিল।” মিছিল থেকে আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, কলকাতায় আইন কলেজের কাণ্ড-সহ বিভিন্ন ঘটনার সূত্রে রাজ্য জুড়ে নারী নির্যাতন নিয়েও প্রতিবাদ জানানো হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)