রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এ বার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাল বামফ্রন্ট। রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিনে বুধবার বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর নেতৃত্ব বাম নেতৃত্ব জোড়াসাঁকোয় শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। বামফ্রন্ট নেতৃত্বের বক্তব্য, এখন ধর্ম-জাতপাতের নামে যে ভাবে বিভাজনের রাজনীতি চলছে এবং তার আঁচ বাংলার সমাজেও এসে পড়ছে, সেই প্রেক্ষাপটে রবীন্দ্রনাথকে স্মরণ করা আরও বেশি করে কর্তব্য।
জোড়াসাঁকোয় কবির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সিপিএমের বিভিন্ন গণসংগঠন-সহ বামফ্রন্ট রাজ্যের নানা প্রান্তে এ দিন বিভিন্ন কর্মসূচি নিয়েছিল। শোভাযাত্রা, অনুষ্ঠান-সহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ, পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি, নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি।
যেহেতু লোকসভা ভোটের আবহে রবীন্দ্রজয়ন্তী, সেই জন্য প্রার্থীরাও এ দিন রবীন্দ্র-স্মরণে শামিল হয়েছিলেন। সকালে দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এ দিন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। দক্ষিণ ২৪ পরগনার সংস্কৃতিকর্মীদের একাংশের আয়োজিত সোনারপুর স্টেশন থেকে হরিনাভি মোড় পর্যন্ত শোভাযাত্রায় ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)