Advertisement
E-Paper

সীতা-প্রকাশ টানাপড়েন জবাবি ভাষণ নিয়েও, ভোটাভুটি গোপন ব্যালটে?

রাজনৈতিক দলিল অনুমোদনের প্রশ্নে যদি ভোটাভুটি হয়, তা হলে তা গোপন ব্যালটে হোক, এমন দাবি উঠেছে সম্মেলনে। বাংলা, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির প্রতিনিধিরা এই দাবি তুলেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৮:০৬
২২তম পার্টি কংগ্রেসে সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাট। ছবি: পিটিআই।

২২তম পার্টি কংগ্রেসে সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাট। ছবি: পিটিআই।

সিপিএমের ২২তম পার্টি কংগ্রেসে প্রকাশ কারাট ফের বুঝিয়ে দিলেন, সাধারণ সম্পাদক পদে যিনিই থাকুন, সংগঠনের নিয়ন্ত্রণ এখনও অনেকাংশে তাঁরই হাতে। পার্টির রাজনৈতিক দলিল নিয়ে যে বিতর্ক চলল গত দু’দিন ধরে, তার উপরে জবাবি ভাষণ প্রথমে প্রকাশ কারাটই দেবেন, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি নন। কারাটের বলা শেষ হলে বলবেন ইয়েচুরি। পার্টি কংগ্রেসের ফাঁকে মিডিয়া ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন প্রকাশ কারাট নিজেই। তবে, রাজনৈতিক দলিল অনুমোদনের জন্য গোপন ব্যালটে ভোটাভুটির দাবিও উঠে গিয়েছে সম্মেলনে।

বেশ বিরল দৃশ্যের জন্ম দিয়ে সিপিএমের এই পার্টি কংগ্রেসে দু’টি আলাদা আলাদা রাজনৈতিক দলিলের খসড়া পেশ হয়েছে। সাধারণ সম্পাদক ইয়েচুরি নন, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটই দলের তরফে সরকারি রাজনৈতিক দলিলটি পেশ করেন। কিন্তু প্রতিনিধিদের অনেকেই সংশোধনী উত্থাপন করায় সীতারাম ইয়েচুরি বিকল্প দলিল পেশ করার সুযোগ পান। এর আগে কেন্দ্রীয় কমিটির বৈঠকে অবশ্য ইয়েচুরির ওই দলিল খারিজ হয়ে গিয়েছিল।

সিপিএমের ভবিষ্যত্ রাজনৈতিক লাইন কী হবে? সাম্প্রদায়িক শক্তিকে রুখতে প্রয়োজনে কংগ্রেসের সঙ্গেও হাত মেলানো? না কি বিজেপি-কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে বৃহত্তর বাম ঐক্যের পথে এগনো? বিতর্ক মূলত এই নিয়েই। ইয়েচুরিরা কংগ্রেসের সঙ্গে হাত মেলানোর পক্ষপাতি। কিন্তু কারাট শিবিরের অবস্থান এখনও কট্টরপন্থী, কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতার অবকাশ কারাটরা রাখতে চান না।

আরও পড়ুন: সংশোধনীর পাহাড়ে চেপে যুদ্ধে ইয়েচুরি

কারাট এবং ইয়েচুরি দু’টি আলাদা আলাদা দলিল পেশ করা মাত্রই রাজনৈতিক লাইন নির্ধারণের প্রশ্নে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। স্টিয়ারিং কমিটির বৈঠকের পরে আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে, রাজনৈতিক দলিল অনুমোদনের প্রশ্নে ভোটাভুটির পথেই এগোচ্ছে সিপিএম। প্রকাশ কারাট শিবিরের যুক্তি, যে হেতু দলের তরফে সরকারি দলিলটি কারাট করেছেন, সে হেতু জবাবি ভাষণটা তিনিই দেবেন। কিন্তু স্টিয়ারিং কমিটির বৈঠকের পরে জানা গিয়েছে, জবাবি পর্বে কারাট একা বলবেন না, বলবেন ইয়েচুরিও।

সাধারণ সম্পাদককে দলের রাজনৈতিক লাইন সংক্রান্ত সরকারি দলিল পেশ করতে না দেওয়া দৃষ্টিকটূ হয়েছে বলে সম্মেলনে উপস্থিত অনেক প্রতিনিধি মনে করছেন। যদিও ইয়েচুরি নিজে সে বিতর্ককে লঘু করে দেখানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। আগেও বি টি রণদীভে, হরকিষণ সিংহ সুরজিতরা সাধারণ সম্পাদক না হওয়া সত্ত্বেও সম্মেলনে রাজনৈতিক দলিল পেশ করেছিলেন বলে ইয়েচুরি উল্লেখ করেন। কিন্তু তাতে বিতর্ক থামানো যায়নি। সেই কারণেই সম্ভবত জবাবি পর্বে প্রকাশ কারাটের পরে ইয়েচুরিকে বলতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্টিয়ারিং কমিটি।

আরও পড়ুন: চার বিচারকের বিবৃতিকেই অস্ত্র

রাজনৈতিক দলিল অনুমোদনের প্রশ্নে যদি ভোটাভুটি হয়, তা হলে তা গোপন ব্যালটে হোক, এমন দাবি উঠেছে সম্মেলনে। বাংলা, জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ুর মতো রাজ্যগুলির প্রতিনিধিরা এই দাবি তুলেছেন।

সম্মেলনে উপস্থিত কোনও এক জন প্রতিনিধি যদি রাজনৈতিক দলিলের উপর পেশ করা সংশোধনী নিয়ে আজ ভোটাভুটি চান, তা হলেই ভোট হবে। তবে সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি নির্বাচনের ক্ষেত্রে গোপন ব্যালটে ভোট নেওয়ার সংস্থান রয়েছে। রাজনৈতিক দলিল অনুমোদনের প্রশ্নে হাত তুলে ভোট দেওয়ার প্রথা চালু রয়েছে। সেই প্রথা ভেঙে এ বার রাজনৈতিক দলিল সংক্রান্ত ভোটাভুটিও গোপন ব্যালটে হবে, না কি হাত তুলে প্রকাশ্যে ভোট দেওয়ার প্রথাই বহাল থাকবে, তা এখনও স্পষ্ট নয়।

22 party congress CPM Sitaram Yechuri Prakash Karat প্রকাশ কারাট সীতারাম ইয়েচুরি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy