বিহারে বিধানসভা ভোটের আগে ‘ভোটার অধিকার যাত্রা’ করেছিলেন রাহুল গান্ধী, তেজস্ব যাদবেরা। তাতে সাড়া মিলেছিল ভালই। বাংলায় বিধানসভা ভোটের আগে উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছুঁয়ে যাত্রার পরিকল্পনা নিয়েছে সিপিএম। নাম দেওয়া হয়েছে ‘বাংলা বাঁচাও যাত্রা’। দলের রাজ্য কমিটির বৈঠকে জানানো হয়েছে, আগামী নভেম্বরের শেষ থেকে ডিসেন্বর পর্যন্ত যে জেলা দিয়ে যাত্রা যাবে, সেখানকার স্থানীয় দাবি-দাওয়া তুলে ধরা হবে। বৈঠক শেষে সোমবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, ‘‘সঙ্কটমুক্ত বাংলা গড়ার শপথ নিয়ে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ‘বাংলা বাঁচাও যাত্রা’ করা হবে। মূল যাত্রার পাশাপাশি প্রতিটা বুথে উপ-যাত্রা হবে।’’ সূত্রের খবর, রাজ্য কমিটির এ বারের বৈঠকে হাওড়া জেলার এক নেতাকে নিলম্বিত (সাসপেন্ড) করার সিদ্ধান্তে সিলমোহর দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার কয়েক জনকে তাঁদের ভূমিকা ও আচরণের জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি, গত জেলা সম্মেলনের সময় থেকে দক্ষিণ ২৪ পরগনায় দলের মধ্যে যে টানাপড়েন চলছে, তার নিরসনে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)